আয়কর অধ্যাদেশকে সহজীকরণ ও কিছু পরিবর্তন করে আয়কর আইনের খসড়া প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইনটি সংশ্লিষ্টদের মতামত নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বিল আকারে পাশের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে এনবিআর (আয়কর নীতি) সদস্য মো. আলমগীর হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত আয়কর আইন, ২০২২ এর খসড়া আইনটির ওপর অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য এনবিআর এর ওয়েবসাইটে (www.nbr.gov.bd) আপলোড করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অংশীজনদের পরামর্শ গ্রহণ করা হবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় সভা ও এ সংক্রান্ত আরো কিছু কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
তিনি বলেন, এ উপমহাদেশে আয়কর আরোপ, আদায় ও সংগ্রহের ব্যবস্থাপনা কার্যক্রম আয়কর আইন, ১৯২২ এর মাধ্যমে সম্পাদিত হতো। এরপর ১৯৮৪ সালে আয়কর অধ্যাদেশ প্রণয়ন করা হয়। তবে ওই অধ্যাদেশে আয়কর আইন, ১৯২২ এর আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোকে আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়। অধ্যাদেশে নতুন তেমন কিছু ছিল না। তাই একশ বছরের পূরণো এই অধ্যাদেশটি এবার যুগোপযোগি ও সহজ করে আইনে রুপান্তরে খসড়া প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশটি অনেক ক্ষেত্রে অস্পষ্টতা ও দুর্বোধ্যতা ছিল। এবার এটিকে বাংলা ভাষায় সহজবোধ্য করে আইন রুপান্তর করা হয়েছে। এখন আইনটিতে করদাতা বান্ধব ও সহজ ভাষায় প্রণায়ন করা হয়েছে, যাতে আইনজীবিসহ সংশ্লিষ্টরা আইনটি সহজেই বুঝতে পারে।