কানাডার কুইবেকে দুজনকে কুপিয়ে হত্যা, আহত আরো পাঁচজন

0

কানাডার কুইবেক শহরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত দুজনকে হত্যা করা হয়েছে, আহত আরো পাঁচজন। খবর বিবিসি ও এএফপি।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ‘মধ্যযুগীয়’ ধাঁচের পোশাক’ পরিহিত ‘মধ্য ২০’ এর এক যুবক ধারালো তরবারি দিয়ে বহু মানুষকে আক্রমণ করে বসে। এ ঘটনার পর পুলিশ সবাইকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়।

কানাডার স্থানীয় সময় রাত ১টার একটু আগে এক যুবককে আটক করে পুলিশ। তবু স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়, কেননা তখন ঘটনার তদন্ত চলছিল।

ঐতিহ্যবহুল পুরনো কুইবেক এলাকার পার্লামেন্ট হিলের কাছাকাছি স্থানে আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ঘটনার প্রথম সংবাদ আসে।

এস্পেস ৪০০ই বিজনেস পার্কের নিকট থেকে গ্রেফতারের পরই যুবকটিকে হাসপাতালে নেয়া হয়। হামলার মোটিভ সম্পর্কে পুলিশ তখনো কিছু জানতে পারেনি।

উত্তর দিন