এখন পর্যন্ত কোনো টুইট নেই। নেই টেলিফোন কল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামও করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বাইডেন বিজয়ী হওয়ার ঘটনায় ক্রেমলিন এখন পর্যন্ত নীরব।
গত শনিবার নিশ্চিত হয়ে যায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এ খবর চাউর হওয়ার পর থেকেই বাইডনেকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এখন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানাননি। বাইডেনের জয়ের ব্যাপারে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তিনি বা তাঁর সরকার এখন পর্যন্ত চুপ আছে।
তবে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি একেবারে ‘চুপ’ নেই। দেশটির রাষ্ট্রীয় টিভির সবচেয়ে আলোচিত-বিতর্কিত সংবাদ উপস্থাপক দিমিত্রি কিসেলভ মার্কিন নির্বাচন নিয়ে কটাক্ষ করেছেন।
দিমিত্রি কিসেলভ তাঁর সাপ্তাহিক নিউজ শোতে দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘মার্কিন নির্বাচনী ব্যবস্থা ডাইনোসরের মতো সেকেলে। আমি এটাকে গণতান্ত্রিক বলতে পারি না।’
দিমিত্রি কিসেলভ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দ্বারা গণহারে ভোট কারচুপির কথা বলেছেন। তিনি বলছেন, তাঁর কাছ থেকে জয় কেড়ে নিতে প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
তবে ট্রাম্প যে তাঁর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি, সে কথা এড়িয়ে যান উপস্থাপক দিমিত্রি কিসেলভ।
পশ্চিমাবিরোধী অবস্থানের জন্য সংবাদ উপস্থাপক দিমিত্রি কিসেলভের নাম রাশিয়ায় বেশ আলোচিত।