ঘূর্ণিঝড় আম্পানে যশোরে আখখেতের বেশ ক্ষতি হয়েছিল। এরপর মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূল থাকায় এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় শেষ পর্যন্ত আম্পানের ক্ষতি ছাপিয়ে আখের ফলন বেশ ভালো হয়েছে। চাষিরা এরই মধ্যে খেত থেকে আখ কেটে বাজারে বিক্রি করতে শুরু করেছেন। দাম ভালো পাওয়ায় তাঁরা ভীষণ খুশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার এই জেলায় ১৩ হেক্টরের বেশি জমিতে আখের চাষ হয়েছে। গত মৌসুমে যেখানে আখের চাষ হয়েছিল ৪০৭ হেক্টর জমিতে, সেখানে এবার হয়েছে ৪২০ হেক্টরে। জেলার ৮ উপজেলার মধ্যে সদরে ৩৭ হেক্টর, শার্শায় ৩৫, ঝিকরগাছায় ১০, চৌগাছায় ৮৫, অভয়নগরে ৮, মনিরামপুরে ৯৫, বাঘারপাড়ায় ১১০ ও কেশবপুরে ৪০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে।