শিক্ষার মান বাড়াতে চাই মেধাবী শিক্ষক

কাজী শহীদুল্লাহ

0

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জটিলতা কি কাটল?

কাজী শহীদুল্লাহ: না, কাটেনি। আমরা বসেছিলাম। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয় আগেই আলাদাভাবে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় এখনো সিদ্ধান্ত নেয়নি। অনেকে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন—বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বসেছিলাম। তাঁরা নিজেদের মধ্যে আরও কথাবার্তা বলবেন। এরপর ইউজিসি, বিশ্ববিদ্যালয় পরিষদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে। সে বৈঠকে ভর্তি পরীক্ষার একটা রূপরেখা বেরিয়ে আসবে আশা করি। অনলাইনের পরীক্ষা কীভাবে সবচেয়ে বেশি কার্যকর করা যায়, তা নিয়েও কথাবার্তা হচ্ছে, যাতে পরীক্ষার পর ফল নিয়ে কোনো সংশয় না দেখা দেয়।

উত্তর দিন