ফিলিপাইনে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় গনি, যা ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আঘাত হানে, সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টিপাত। তাতে বিরাট অঞ্চলে বিপর্যয়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় গনির আঘাতে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রবল বেগে পানি ঢুকে পড়ায় রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।
আজ রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কাতানদুয়ানেস দ্বীপে প্রথমে আঘাত হানে সুপার টাইফুন গনি। এরপর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মূল দ্বীপ লুজন অতিক্রম করে, যেখানে রাজধানী ম্যানিলা অবস্থিত।
খানিকটা দুর্বল হয়ে এলেও আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, বাতাস আর মুষলধারে বৃষ্টি এখনো বিপর্যয় বয়ে আনতে পারে, ঘটাতে পারে আকষ্মিক বন্যা, ভূমিধস ও পলল বাহিত স্রোত।
২০১৩ সালে আঘাত হানা হাইয়ানের পর এটাই ফিলিপাইনের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। গনি ফিলিপাইনে পরিচিত রোলি নামে।
কাতানদুয়ানেস দ্বীপের ছোট্ট শহর ভিরাকে ৭০ হাজার মানুষের বাস। ঘূর্ণিঝড়টি এখানে প্রথম আঘাত হানার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেকটাই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায়, গনি যে পথে অতিক্রম করে সেই পথে টিনের বাড়ির চালা উড়ে গেছে, বিদ্যুত্ বিভ্রাট হয়েছে, আশ্রয় সেন্টারের ছাদ ভেঙে গেছে এবং নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ও রাস্তায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
অ্যালবে প্রদেশে পাঁচ বছরের এক শিশুসহ মোট চারজন মারা গেছে ঘূর্ণিঝড় গনির ছোবলে। এর মধ্যে দুজন পানিতে ডুবে গেছে, একজন অগ্নেয়গিরির লাভার তোড়ে ভেসে গেছে এবং আরেকজন মারা গেছে গাছ পড়ে।