নাঙ্গলকোটে নবনিযুক্ত কুমিল্লা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট।

0

 

নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউচুফ ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট কারিগরি কলেজের অধ্যক্ষ সায়েম মাহবুব, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের,ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, নাঙ্গলকোট উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের সভাপতি মোকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার,নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছাহাক কমান্ডার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলার সরকারি কর্মকর্তারা তাদের অধিনস্ত নিজ নিজ সকল প্রকার কার্যক্রম তুলে ধরেন।

উত্তর দিন