পেরিয়ায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট।

0

 

নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার সুস্থতা কামনায় পেরিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয় আজ শনিবার বাদে মাগরিব।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা খান মোবারক।
দোয়া মাহফিল সার্বিক পরিচালনা করেন পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ আলম সর্দার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল নেতা হাজী মাহবুব, যুবদল নেতা হুমায়ুন কবির,যুবদল নেতা আমান উল্লাহ আমান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ,যুবদল নেতা মাহবুবুর রহমান, যুবদল নেতা প্রবাসী মিজান, যুবদল নেতা আবু সালামপ্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে আলোচনা করেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম ,হাফেজ আনোয়ার।মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

উত্তর দিন