সহমর্মিতা ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা, নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট ও কিনারা আল খিদমাহ্ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন হেফজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
২৩ ই জানুয়ারী শনিবার উপজেলা অডিটোরিয়াম এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপি অভিজ্ঞ বিচারকদের উপস্থিতিতে তিনটি বিভাগে হিফজুল কুরআন প্রতিযোগিতা পরিচালিত হয়।
সহমর্মিতা ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার প্রধান কার্যকরী উপদেষ্টা এন এম আলমগীরের সভাপতিত্বে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। নাঙ্গলকোট পাটোয়ারী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারী, ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার তাজুল ইসলাম। সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ হাসান।