মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

0

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিহাব উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখেন মাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সিহাব উদ্দিন স্থানীয় চৌদিঘি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শেখের মাড়িয়া গ্রামের ফেরদৌস উদ্দিনের ছেলে।

জানা গেছে, সিহাব উদ্দিন তার বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামের সড়কে চালানো শিখছিল। এসময় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী।

উত্তর দিন