এক বছর আগে অশ্রুসজল চোখে হোম অফ ক্রিকেটের অভ্যর্থনা কক্ষে নিজের ভুল স্বীকার করে আইসিসির দেয়া শাস্তি মাথা পেতে নিয়েছিলেন সাকিব আল হাসান। ফিক্সিং নামে পরিচিত, ক্রিকেটের সবচেয়ে কলংকিত অপরাধটির কারণে বিশ্বজুড়ে সংবাদের শিরোনামে তখন তার নাম। অথচ মাত্র কয়েক মাস আগেই বিশ্বকাপ কাঁপিয়ে ক্রিকেট শ্রেষ্ঠত্বে নিজের জায়গাটা আরেকটু স্থায়ী করে নিয়েছিলেন তিনি। কিন্তু ২৯ অক্টোবর ২০১৯ সালের সেই দিনটিতে সাকিবের সব কৃতিত্ব যেন খানিকটা আড়ালেই চলে গিয়েছিল। সাকিব যদিও ফিক্সিংয়ের মতো ঘৃণ্য কাজটি করেননি। কিন্তু যা করেছিলেন সেই অপরাধও কম গুরুতর ছিল না। গোপন করেছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব। তাও একবার নয়, তিনবার। আর তাতেই ভঙ্গ হয়েছিল আইসিসির দুর্নীতি দমন আইনের ২.৪.৪ ধারা। ফলে সাকিবকে পেতে হয়েছিল ২ বছরের নিষেধাজ্ঞা। প্রথম বছরের শাস্তিটি অবধারিত থাকলেও, দ্বিতীয় বছরের শাস্তি ছিল স্থগিত। অর্থ্যাৎ এই এক বছরে নিয়ম ভাঙলে সাকিবকে নিষিদ্ধ থাকতে হবে আরো এক বছর। সাকিব নিয়ম ভাঙেননি, যে কারণে এক বছর নির্বাসনে থেকেই ফেরার সুযোগ পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।