বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স কাউন্সিলের এজিএম সম্পর্ন

স্টাফ রিপোর্টার

0

আজ বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স কাউন্সিল (বিটিএলএ) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা,  কক্সবাজার হোটেল সী প্যালেস এর বলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএলএর সভাপতি এডভোকেট রমিজ উদ্দিন আহম্মেদ, সঞ্চালনা করেন এডভোকেট আশরাফ হোসেন খাঁন, আইন বিষয়ক সম্পাদক বিটিএলএ, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জনাব এডভোকেট আব্দুল মতিন। সভায় সারদেশ থেকে ৬৪ বারের সদস্যদের থেকে কাউন্সিলর গণ ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কর আইনজীবীদের বহুবিদ সমস্যা যারা রাজস্ব আহরণে সরকারের অংশীজন কিন্তু সরকার এসব সমস্যাগুলো সমাধান না করে আইনের বিভিন্ন ধারা প্রয়োগ করে করদাতাদের হয়রানি করে। বাংলাদেশ বার কাউন্সিলের আদলে ট্যাক্স কাউন্সিল গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যামে সরকারের নিকট আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডভেকেট মু. লুৎফুর রহমান রাজন, সভাপতি, কুমিল্লা ট্যাক্সেস বার এসোসিয়েশন, বিটিএলএ এর কার্য নির্বাহী সদস্য, কাউন্সিলর কাজী নুরে আলম ছিদ্দিক প্রমুখ। সভাপতির বক্তব্যে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৈশ ভোজের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

উত্তর দিন