বিএফইউজে’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, নাগরিক ঐক্যের আহবায়ক ঢাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, এলাহী নেওয়াজ খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এ্যাড, জালাল আহমেদ, বিএফইউজে’র সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজে’র সহসভাপতি শাহিন হাসনাত, বাছির জামাল, রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, বিএফইউজে’ সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে’র কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর, দফতর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, কাজী নুরে আলম ছিদ্দিকী সহ সাংবাদিক নেতৃবৃন্দ।