কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবারে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুউদ্দিন কালু।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা রেড ফক্স কর্পোরেশনের ব্যবস্থাপক এম.কে মোস্তফা কামাল মামুন, ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুর হোসেন চৌধুরী, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ইসমাইল হোসেন মজুমদার, সহ-সভাপতি আবুল কাশেম সরদার,
সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল মাহমুদ ভূঁইয়া বাবু, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক জাহাঙ্গীর, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান লিটন, শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাইন উদ্দিন মজুমদার, যুগ্ন আহবায়ক মোঃ মানিক,পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শাহপরান মজুমদার, যুবলীগ নেতা মহিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন,৫ নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী, ৩নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন ছাত্রলীগ নেতা ইমরান সবুজ প্রমুখ।
প্রধান অতিথির শামছুউদ্দিন কালু বলেন স্মার্ট কার্ড আপনাদের জন্য একটি দলিল। স্মার্ট কার্ড যদি বন্ধ থাকে আপনাদের একাউন্ট ও মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে। তাই এটি খুবই জরুরী। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করেছেন, শতভাগ বিদ্যুতায়ন করেছেন।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।