কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ হয়েছে। বিএনপি-জামায়াত প্যানেলে (নীল) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বমোট জয় লাভ করেছে ১২ টি পদে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (সাদা) থেকে মাত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছে।
বিজয়ীরা হলেন সভাপতি শরীফুল ইসলাম (নীল), সহ সভাপতি আবদুল বারী (নীল), সহ সভাপতি সিদ্দিকুর রহমান (নীল), সেক্রেটারি মোহাম্মদ সহিদ উল্লাহ (নীল), সহ সেক্রেটারি আল মাহমুদ সাগর (নীল), ট্রেজারার ইফতেখার আলম (নীল), এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন (সাদা), সহ এনরোলম্যান্ট তাহমিনা মুজাহিদ (সাদা), রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভূইয়া (নীল), সদস্যঃ ১) ফারহানা সেলিম (নীল), ২) কৌশিক ( সাদা), ৩) সাহেদা বেগম (নীল), ৪) সাইফুল (নীল), ৫) হাছানুজ্জামান( নীল), ৬) মির্জা কামাল (সাদা) ও ৭) তাহমিনা (সাদা)।
১১ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতি ভবনের সাত নম্বর হলরুমে করা হয়েছে ভোট কেন্দ্র। ১৮ টি বুথে সারাদিনব্যাপী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে ১২ মার্চ শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।