বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটিজেন ব্যাংক। সোমবার অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির অনুকূলে লাইসেন্স ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম মোবাইল ফোনে এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সিটিজেন ব্যাংকের আবেদনকারী আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারের সদস্য। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ব্যাংকসহ তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। অন্য দুটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ও পিপলস ব্যাংক।
মূলধনের ৫০০ কোটি টাকা জমা দেওয়ার পরই সিটিজেন ব্যাংকের অনুকূলে লাইসেন্স ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সিটিজেন ব্যাংকের মাধ্যমে দেশের মোট তফসিলি ব্যাংক হবে ৬১টি।