শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১২ ঘটিকায় উপজেলার মুন্সিরহাট বাজারে কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুবলীগ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী মজুমদার, সমাজসেবক মোঃ সোহেল, সংগঠনের সহ সভাপতি নাজমুল হাসান জয়, ধর্ম সম্পাদক আবুল হাসনাত নোমান, ও ইউসুফ প্রমুখ।
সংগঠনের চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয় বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫৯টি জেলায় গাছের চারা বিতরণ করা হয়েছে।