সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মুরসালিন নোমানী সভাপতি ও মসিউর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নোমানী ৫২৬ ভোট পান। তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। সম্পাদক পদে মসিউর রহমান পেয়েছেন ৬৯২ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন ৪২৬ ভোট পেয়েছেন।
মুরসালিন নোমানী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও মসিউর রহমান খান দৈনিক সমকাল-এর জ্যেষ্ঠ প্রতিবেদক।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও আরেক অংশের মহাসচিব এম এ আজিজ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সহসভাপতি পদে ওসমান গণি বাবুল, যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মো. নঈমুদ্দীন জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন এম এম জসিম, আজিজুর রহমান, রুমানা জামান, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ।
নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ
সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার ভোটার ছিলেন ১ হাজার ৬৯৩ জন, ভোট দিয়েছেন ১ হাজার ৩৮১ জন।