গাজী প্যানেলের প্যানেল পরিচিতি সভা

নিউজ ডেস্ক

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন সভা ও নির্বাচন-২০২০ উপলক্ষে রাজধানীর রয়েল ইন মিলনায়তনে গাজী পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে ছিলেন দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, বিএফিইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ,জাতীয় প্ররেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার,মুন্সি আব্দুল মান্নান, ডি আর ইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

প্রধান অতিথি বক্তব্যে সরকারে উদ্দেশ্যে বলেন বন্ধ মিডিয়া খুলে দিন, সাংবাদিকদের জেল থেকে মুক্তি দিন, আগামী কালের নির্বাচনে গাজী পরিষদে ভোট দিন, প্যনেল পরিচয় করিয়ে দেন।এম এ আজিজ বলেন ফেইসবুক ইইটিউবের মাধ্যমে নিউজ কনটেন্ট বন্ধ করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যাবহার কারীরা  সরকারকে ট্যাক্স দিতে হবে, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াকে ফি  দিতে হবে, বন্ধ মিডিয়া খুলে দেয়া ও সাংবাদিকদের মুক্তির পাশাপাশি মিডিয়া বাচাও আম্দোলন করতে হবে।
সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন- চাকরীচ্যুত সাংবাদিকদের চাকুরী ফিরিয়ে দিতে হবে,গনতন্ত্র মুক্তির আন্দোলন চলবে, দেশের গনতন্ত্র আগে তার পর স্বাধীন গণমাধ্যম, রুহুল আমিন গাজীসহ সকল সাংবাদিকের মুক্তি দাবী করেন।
রফিকুল ইসলাম আজাদ ন
আন্দোলনকে গতিশীল করার জন্য কাউন্সেলরদের নেতৃত্ব বেঁচে নিতে হবে, রুহুল আমীন গাজীর মুক্তি দাবী করেন।
কাদের গনি চৌধুরী বলেন
৪২ বছর যাবত গাজী ট্রেড ইউনিয়নিস্ট, পরিক্ষিত সাংবাদিক নেতা, রুহুল আমিন গাজী কারাগারে তার ভোট আমরা সবাই দিয়ে তাকে বিজয়ী করবো।
কবি আব্দুল হাই শিকদার বলেন আমরা
ভূল জোসনা পদলেহন করি, যিনি ৪২ বছরের পরিক্ষিত সকল গনতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থাকেন।

উত্তর দিন