গাজীপুর আয়কর রিটার্ন বুথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা

0

গত শনিবার গাজীপুর কর অঞ্চলে আয়কর রিটার্ন বুথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যন জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল্লাহ মুনিম আরও অতিথি ছিলেন গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো: খাইরুল ইসলাম, গাজীপুর ট্যাক্সেস বারের সভাপতি মো: আহসান উল্লাহ অন্তু, গাজীপুর ট্যাক্সেস বারের সাধারন সম্পাদক এডভোকেট দেওয়ান জাকির হোসেন লোবান,সহ সভাপতি মো: দেওয়ান আবুল কাশেম, সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক দেওয়ান শহিদুজ্জামান রিপন,দপ্তর সম্পাদক আবুল বাশার বাবু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর বানিজ্যিক শহর গাজীপুর উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরন করেন। এর জন্য বার এবং অঞ্চল কর্মকর্তাদের পারষ্পরিক সহযোগিতার ফলেই সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর বারের সেক্রেটারী বলেন এই বারে চার থেকে পাঁচ শত আয়কর আইনজীবি আয়কর সংগ্রহে সার্বক্ষনিক কাজ করছে। বার এবং বেঞ্চের সোহাদ্যপুন্য আচরণ বজায় আছে। আইনজীবি গন গাজীপুরের করদাতাদের উৎসাহ দিয়ে থাকেন। সভা শেষে বেলুন উড়িয়ে আয়কর রিটার্ন বুথ উদ্বোধন করেন ।

উত্তর দিন