ঘণ্টায় ঘণ্টায় পেটানো হতো চট্টগ্রামে অপহৃত সাংবাদিক গোলাম সরওয়ারকে। টর্চার সেলে লোক ছিল ৫ জন। এদের মধ্যে তিনজন ঢাকার ভাষায় কথা বলতো। দুই জন কথা বলতো চট্টগ্রামের ভাষায়। তুলে নেওয়ার দিন কিলঘুষিও মেরেছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঘণ্টায় ঘণ্টায় নির্যাতন। নির্যাতনের ফাঁকে ফাঁকে শুধু একটি কথায় বলতো ‘নিউজ করবি কিনা বল’। নির্যাতনকারীরা এমন কথাও বলেছে তাকে যে, এখন সাংবাদিকদের কোনো বেইল (গুরুত্ব) নেই।
সোমবার (২ অক্টোবর) সকালে ৪ দিন নিখোঁজ থাকা সাংবাদিক সারোয়ারের মুখে উঠে এলো লোমহর্ষক এই ঘটনার বণর্না। এ সময় দুই চোখ দিয়ে তার পানি পড়ছিল।