মগবাজারে স্কুলছাত্রীর আত্নহত্যা

0

রাজধানীর মগবাজারে অহীর বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অহীরের মামা তাপস কান্তি জানান, অহীর মির্জাপুর ভারতেশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। পড়ালেখার জন্য রোববার রাতে তার মা বকাঝকা করেন। এরপর সকালে তার শোবার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে অহীরকে ঝুলন্ত অবস্থা দেখতে পাওয়া যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা অহীরকে মৃত বলে জানান।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে অভিমান করে অহীর আত্মহত্যা করেছে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার শষিকর গ্রামে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা ডা. রঞ্জিত বিশ্বাস ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত। বর্তমানে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রেখে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

উত্তর দিন