কষ্টার্জিত জয়ে শীর্ষে লিভারপুল, বার্সার ড্র

0

বদলি খেলোয়াড় দিয়েগো জোটা টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন। তার এই নৈপুন্যে ভর করে শনিবার প্রিমিয়ার লিগে ইন-ফর্ম ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। খবর বিবিসি।

ম্যাচের মাত্র ১০ মিনিটের সময় ওয়েস্ট হামকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো ফোরনালস। জো গোমেজের দুর্বল হেডে বল ঠিকমতো ক্লিয়ার হয়নি, যার সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন ফোরনালস। চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে ১৫ গোল হজম করল বর্তমান চ্যাম্পিয়ন অল রেডরা। অথচ ২০০৪-০৫ মৌসুমে শিরোপা জয়ের পথে গোটা ৩৮ ম্যাচে ১৫ গোল হজম করেছিল চেলসি!

প্রথমার্ধের বিরতির অল্প আগে (৪২ মিনিট) সমতা আনে লিভারপুল। আর্থার মাসুয়াকু নিজেদের বক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মিসরীয় তারকা। এটাই টার্গেটে লিভারপুলের প্রথম শট ছিল। যাই হোক, জয় শেষ পর্যন্ত লিভারপুলেরই। ৮৫ মিনিটে জারদান শাকিরির দারুণ এক পাস থেকে বল পেয়ে অল রেডদের জয়সূচক গোলটি করেন জোটা, যাকে গত সেপ্টেম্বরে ৪ কোটি ১০ লাখ পাউন্ডে উলভারহ্যাম্পটন থেকে দলভুক্ত করে লিভারপুল।

শনিবার চেলসি ৩-০ গোলে হারায় বার্নলেকে। ব্লুজদের হয়ে গোল করেন হাকিম জিয়েখ, কার্ট জুমা ও টিমো ভেরনার।

৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে এভারটন ও উলভারহ্যাম্পন, আর ১২ পয়ন্ট নিয়ে চারে চেলসি।

এদিকে লা লিগায় টানা চার ম্যাচে জিততে ব্যর্থ হলো বার্সেলোনা। শনিবার ১০ জনের অ্যালাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসিদের দল। টেবিলের ১৫ নম্বরে থাকা অ্যালাভেস শুরুর দিকেই অপ্রত্যাশিত এক গোলে লিড নিয়ে নেয়। লুইস রিওজা বোকা বানিয়েছেন বার্সা গোলকিপার নেতোকে। মিডফিল্ডার জোটা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ৬২ মিনিট থেকে দশজন নিয়ে খেলতে হয় অ্যালাভেসকে। কিন্তু এ সুযোগ কাজে লাগাতে পারেনি অতিথি কাতালানরা। এর এক মিনিট পর আতোয়াঁ গ্রিজম্যান সমতা ফেরালেও জয়সূচক গোল পায়নি বার্সেলোনা।

শনিবার আরেক ম্যাচে অ্যাতলেটিকো ৩-১ গোলে হারায় ওসাসুনাকে।

ড্রয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরেই থাকল বার্সেলোনা। প্রথম তিনটি অবস্থানে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়দাদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

শনিবার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২-১ গোলে কোলনকে ও বরুশিয়া ডর্টমুন্ড আরমিনিয়া বিয়েলফেল্ডকে ২-০ গোলে হারায়। সিরি-এ লিগে ইন্টার মিলান ২-২ গোলে ড্র করে পার্মার সঙ্গে, আটালান্টা ২-১ গোলে হারায় ক্রোটোনকে।

উত্তর দিন